★*★চোখে লাগে★*★

লিখেছেন লিখেছেন মামুন ১৮ মে, ২০১৬, ১১:০০:১৯ রাত

এক সংখ্যালঘু গোষ্ঠী যারা কেবল তাদের গ্রামেই দেশের তূলনায় সংখ্যাগুরু, এরকম এক গ্রামে আমার জন্ম এবং বেড়ে ওঠা। মোল্লাবাড়ি-শিকদারবাড়ি-ব্যাপারিবাড়ি-ঋষিবাড়ি-মন্ডলবাড়ি.. পাশাপাশি এসবই ছিল আমার উঠান। ঋষিবাড়ির ভাগল মামা ও অনুভবে নিজের মামার অনুভবে-ই আসতেন। ছোট খালার সাথে শ্রীরামকাঠী হাইস্কুলে পড়তেন। নানুর কাছে ভাগল ভাগলই ছিলেন, হারুন হারুনই ছিলেন। দুজনেই এক ছিলেন।

বাবরি মসজিদ নিয়ে অস্থিরতার সময়, শহরের ভাগল আর হারুনদেরকে, অচেনা রুপে একে অপরের সামনে দাঁড়াতে দেখে চিন্তায় পড়েছিলাম। এতদিনের সংষ্কার-ধ্যান ধারণা, তবে কি অলীক স্বপ্ন ছিল?

ফিরে গেলাম ততক্ষনাত জন্মস্থানে।

নাহ! সব ঠিক আছে। মাটির থেকে পাওয়া সংষ্কার এত সহজেই কি নি:শেষ হয়? হয় না..।

কিছু অমানুষ অন্যান্য সময়ের মত, নিজেদের উদ্দেশ্য সফল করায়, ভাগল-হারুনকে হিন্দু-মুসলমান রুপে এক চরম বৈরী মুহুর্তে মুখোমুখি করিয়েছিল।

হ্যা, ঠিকই ধরেছেন! আমি শহরের ভাগল এবং হারুনদের কে-ই বুঝিয়েছি। ওরা অমানুষদের নিয়ন্ত্রণে থাকত। তাই কি মানুষ হতে চায়নি?

আমার জন্মস্থান সংখ্যালঘু কি সংখ্যাগুরু - শব্দদুটির কোনোটি দ্বারা ই প্রভাবিত নয়, ছিল ও না খারাপ সময়গুলির কোনোটিতে।

ছবির মত গ্রামে হিন্দু-মুসলমান দেখা যেত না। কারণ ওখানের মাটিতে মানুষ মরে আবার মানুষই জন্মাতো।

তাই মানুষ কিভাবে নিজেকে মারে? সেজন্য আমার জন্মস্থানে দাংগা হত না।

আমি এখনো এই ইটপাথরের ছায়াজীবনে, নিরন্তর বুকের মাঝে, কংক্রিট বিষন্নতাকে অনুভব করে করে, যখন বড্ড ক্লান্ত হই, আমি আমার মাটির মানুষের কাছে ফিরে যাই। অনুভবে- কল্পনায়ই হোক না কেন!

অমানুষদের সাথে থেকে থেকে নিজেও কখন যেন...!

তাই সময়ে অসময়ে, অনুভবে-কল্পনায়, মানুষ হতে খালের পার ধরে ফিরে চলি.. প্রচন্ড এক বৈশাখী খরদুপুরে.. বৈচি ফলের ঝোপ পাশ কাটাতেই সামনে দৃশ্যমান সোজা পথ। সেই পথকে সাথে রেখে, শৈশবের প্রিয় খালটি কিভাবে কালীগংগা নদীতে গিয়ে আত্মবিসর্জন দিয়েছে, হেটে হেটে অনুভব করি! তৃপ্তি মিটে?

আজ একজন মানুষের, বিশেষ একটি রংগে, অক্ষরকে উপস্থাপনের অতি সাধারণ (অসাধারণ!) দৃশ্য দেখে, এতগুলো বছরের নিচে চাপা পরা, মানুষ-অমানুষের সেই চিরন্তন লড়াইয়ের কথা মনে পড়ে.. বড্ড প্রকট হয় উভয়ে!

তীব্র একটি রংগের মাঝে, অক্ষরগুলির ডুবে ডুবে ভেসে থাকা, অমানুষের মাঝে মানুষকে অতি সহজে চেনার মত.. চোখে লাগে!

★ মামুনের অণুগল্প

বিষয়: সাহিত্য

১৩৬০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369526
১৮ মে ২০১৬ রাত ১১:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার গল্পগুলোর মাঝে কেমন যেন একটা গভীর ও সুক্ষ্ম বিষয় থাকে যা সহজে অনুমেয় হতে সময় লাগে। ধন্যবাদ সুন্দর সুন্দর গল্প উপহার দেয়ার জন্য
১৯ মে ২০১৬ দুপুর ১২:১৪
306692
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি রেখে যাবার শুভেচ্ছা গ্রহন করুন। স্বাগত আপনাকে।
369530
১৯ মে ২০১৬ রাত ১২:২০
ইমরোজ লিখেছেন : Thumbs Up
১৯ মে ২০১৬ দুপুর ১২:১৫
306693
মামুন লিখেছেন : অনেক দিন পরে তোমাকে পেলাম বন্ধু।
সাথে থাকার শুভেচ্ছা গ্রহন কর।
369535
১৯ মে ২০১৬ রাত ০২:১৭
কুয়েত থেকে লিখেছেন : অমানুষের মাঝে মানুষকে অতি সহজে চেনার মত চোখ লাগে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৬ দুপুর ১২:১৮
306694
মামুন লিখেছেন : জি সহমত আপনার সাথে। এই দেশে ঠিক এই মুহুর্তে এমন দৃষ্টিসম্পন্ন কিছু মানুষের প্রয়োজন।
আপনাকে ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
369541
১৯ মে ২০১৬ রাত ০২:৪৯
শেখের পোলা লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ।
১৯ মে ২০১৬ দুপুর ১২:১৯
306695
মামুন লিখেছেন : ভালো লাগার অনুভূতি জানিয়ে গেলেন, ধন্যবাদ আপনাকে।
369550
১৯ মে ২০১৬ সকাল ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৯ মে ২০১৬ দুপুর ১২:১৯
306696
মামুন লিখেছেন : স্বাগত সবুজ ভাই।
সাথে থাকার শুভেচ্ছা গ্রহন করুন।
369572
১৯ মে ২০১৬ দুপুর ০২:১৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Very beautiful writing with nice story. Jajakallahu khair.
২০ মে ২০১৬ রাত ০২:৩৯
306760
মামুন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম।
সাথে থাকার শুভেচ্ছা গ্রহন করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File